স্মার্ট হতে যমুনা ব্যাংকের নতুন লোগো উন্মোচন

১১ ডিসেম্বর, ২০২৩ ২২:৫৭  

চতুর্থ শিল্প বিপ্লবের যুগে প্রযুক্তিতে মোড়া আরও উন্নত ও স্মার্ট ব্যাংকিং সেবার অঙ্গীকার নিয়ে নতুন লোগো উন্মোচন করেছে যমুনা ব্যাংক। রাজধানীর একটি হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই নতুন লোগো উন্মোচন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান মো. সাইদুল ইসলাম।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ, প্রধান কার্যালয় ও ব্যাংকের সকল শাখার কর্মকর্তা এবং কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্রমবর্ধমান পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে গ্রাহকের আস্থা ও বিশ্বাস সঙ্গে নিয়ে যমুনা ব্যাংক এগিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় লোগো উন্মোচনের মাধ্যমে এবার শুরু হলো আরেকটি নতুন অধ্যায়ের।

তবে নতুন লোগোর কোনো ব্যাখ্যা কিংবা নতুন সেবা বিষয়ে জানা যায়নি।